প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
মাধবপুর মেয়ের অমতে বিয়ে : অতঃপর আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে মেয়ের অ-মতে বিয়ে দেওয়ার কারনে ছোটনি বেগম নামে এক যুবতী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে স্বামীর বসত ঘরে কীটনাশক ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যার পথ বেচে নেয়। ছোটনি বেগম ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের দ্বীন ইসলাম এর স্ত্রী ও তাজুল ইসলাম এর কন্যা।
পুলিশ সুত্রে জানা যায়, গত পাঁচ মাস আগে তাঁর পিতা মাতা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বীন ইসলাম এর সাথে তাকে বিয়ে দেন। এ কারনেই সে আত্মহত্যা পথ বেচে নেয়।
আত্মহত্যার বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ভিকটিমের শাশুড়ি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রকিবুল ইসলাম খান জানান, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.