
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ককের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১৪০ বোতল ফেনসিডিল ও পিকআপসহ দুই মাদককারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
রবিবার( ০৬ অক্টোবর) সকালে আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন শেখ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার নিকট থেকে উল্লেখিত মালামালসহ দুই মাদক কারবারীকে আটক করে।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় একটি পিকআপভ্যানকে সন্দেহ হয়। সে সময় পিকআপ ভ্যানটিকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্বারপূর্বক পিকআপে থাকা দুই মাদক কারবারীসহ পিকআপ ভ্যানটিকে আটক করে।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাধবপুর সদরের ৪ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ নাজমুল(২৯) ও অপরজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে মোঃ আব্দুল জলিল (৪৫)।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, আমাদের উক্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।