
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে শনিবার (০৫) অক্টোবর সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওঃ আল মামুনে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় কুরআনুল কারীম তেলাওয়াত করেন হাফেজ সোহানুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল হক আজাদ ।
উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাসান ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা, নিয়মনীতি যথার্থ অনুসরণ করা দায়িত্বশীলদের জন্য একান্ত আবশ্যক। যার দ্বারা দক্ষ কর্মী বাহিনী সৃষ্টি হয়। দেশ জাতির এহেন ক্লান্তিজনক অবস্থায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে মানুষের পাশে থাকার জন্য আহবান জানানো হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন জেলা সভাপতি মুফতী মুহিবুল্লাহ সিরাজী, সহ সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জয়েন সেক্রেটারি ইঞ্জিনিয়ার যুবায়ের আহমেদ, শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মুফতি আনোয়ার হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় দরসুল কুরআন পাঠ করেন এইচ এম মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক ইসলামীআন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখা।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জজেলা শাখার সভাপতি গাজী আইনুল হক প্রমুখ।
ধারাবাহিক ৬ ঘন্টা প্রশিক্ষণ কর্মশালা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।