
“শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবসটি পালন করা হয়।
শনিবার (৫ই অক্টোবর) দুপুরের দিকে মোরেলগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি বের হয়ে মোরেলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ বাজারের ফরাজি মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল,রওশনারা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ও মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আল আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল শাহরিয়ার নিয়াজ, সোহেল ফরাজী,মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ আবু সালেহ খান,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান সজল মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা,মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রদল ও মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য মোঃ রায়হানুজ্জামান অভি,আব্দুল্লাহ আল মামুন, মাসুম বিল্লাহ, মারুফ মুন্সী, কলেজ ছাত্রনেতা শাহী ইমরান, আব্দুল্লাহ, মামুনসহ মোরেলগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মিবৃন্দ।