
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা প্রশাসন ও প্রতিষ্ঠানে প্রতিষ্ঠনে কর্মসূচি পালিত হয়েছে।”শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ দিবস পালিতটি হয়েছে এ উপজেলায়।শনিবার সকাল ১০ টার সময় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শিক্ষক মন্ডলী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশ গ্রহণে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন,শিক্ষকতা হল সম্মানের পেশার।উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার,নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বডুয়া, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলনা মোঃ ইসহাক, নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি,নাইক্ষ্যংছড়ি বাহিরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সহ উপজেলার সরকারী – বেসরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। এছাড়া উপজেলার অধিকাংশ প্রদিষ্টানে এ দিবসটি পারিত হয়।