
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শনিবার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. অলি আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারেক হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস হাওলাদার, ঘটখালী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদীন,ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডঃ মো. মাহবুব আলম, কুকুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম ফারুক প্রমুখ।