
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় “শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫-ই অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) কে এম মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান।
আলোচনা সভায় বেসরকারী শিক্ষকদের বৈশম্য দূরীকরণে সরকারী হস্তক্ষেপ, বেতনভাতা বৃদ্ধি, সরকারী স্কুল কলেজের ন্যায় ম্যানেজিং কমিটি পরিচালনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষকরা। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার শিক্ষকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান।