
বান্দরবান জেলা প্রতিনিধিঃ ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে বান্দরবান আলীকদমে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ইং পালন ও তিন জন্য গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর ২০২৪ইং) সকাল ১০ ঘটিকায় সময় আলীকদম উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও বিশ্ব শিক্ষক দিবস পলিত হয়েছে। আলীকদম উপজেলা প্রশাসনে আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
এসময় ৩জন গুণী শিক্ষকে শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। তারা হচ্ছেন- অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম, আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিমুল হক।
বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ১০০টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবসটি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব।এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক ও উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন খান, অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান প্রমুখ। সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।