
মোঃ কামরুজ্জামান হেলাল পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার দুপুরে পটুয়াখালী চৌরাস্তা সংলগ্ন মহাসড়কের পাশে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলা ট্রাফিক পুলিশ,পটুয়াখালী’র আয়োজনে এ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।”সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত সভায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় সভায় পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর ফয়সাল। পরে এ সভার সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি জনসচেতনতার লক্ষ্যে পথচারীদের এবং বিভিন্ন গন পরিবহনের চালকদের মাঝে “ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন” লেখা সংবলিত লিফলেট ও স্টীকার বিতরণ করেন। ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে এ সংক্ষিপ্ত আলোচনা সভা ও জনসচেতনতায় লিফলেট এবং স্টিকার বিতরণের সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ট্রাফিক বিভাগ’র টিআই ( প্রশাসন) মোঃ মাহাবুব ইসলাম, সার্জেন্ট মোঃ রাসেল রেজা ও টিআই মোঃ রহমত আলী সহ অন্যান্য টিআই গন, ট্রাফিক বিভাগের কনস্টেবল, স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিক বৃন্দরা।