
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বিশ্ব শিক্ষক দিবস২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার, পটুয়াখালী’র আয়োজনে ৫ অক্টোবর শনিবার সকাল ৯ টায় এ শিক্ষা দিবস উপলক্ষে পটুয়াখালী জুবিলী স্কুল থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে গার্লস স্কুলে গিয়ে শেষ হয়।পরে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় সভায় মুহাঃ মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর মোঃ নুরুল আমীন অধ্যক্ষ, পটুয়াখালী সরকারি কলেজ, প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ অধ্যক্ষ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, যাদব সরকার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),পটুয়াখালী ও মোল্লা বক্তিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পটুয়াখালী। এসময় উক্ত সভায় এছাড়াও বোতল বুনিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালীর আবদুল করিম মৃধা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন, জেলা শিক্ষা অফিস,পটুয়াখালীর সহকারী জেলা শিক্ষা অফিসার ( চলতি দায়িত্ব) মোহাম্মদ আঃ জব্বার, পটুয়াখালী সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মেহেরুন্নেছা ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজ’র ইসলামের ইতিহাস’র প্রভাষক ফাইম পাহলান প্রমুখ। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল সহ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গন,সহকারী প্রধানরা এবং শিক্ষক বৃন্দরা ও পটুয়াখালী জেলা শিক্ষা অফিস- জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী গন।