
সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ
ঢাকা ও রংপুরে দায়ের করা গণহত্যা মামলায় লালমনিরহাটে আওয়ামীলীগ ও যুব লীগের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আবেদ হোসেন বাবু (৫৮), একই উপজেলার কেতকিবাড়ি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য মায়ানুর ইসলাম পলাশ (৪৯), দক্ষিণ গড্ডিমারী গ্রামের শাহ আমজাদ হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোমিনুল ইসলাম (৪৫), কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক বুলু সরকার ও আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য আওয়ামীলীগের সদস্য আব্দুর রাজ্জাক সরকার।হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামীলীগ নেতা আবেদ হোসেন বাবু ও ৫ আগস্টের পরবর্তী হাতীবান্ধায় এক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মায়ানুর ইসলাম পলাশ ও মোমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।অপর দিকে কালীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে রংপুরে গণহত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি যুবলীগ নেতা বুলু সরকারকে গ্রেফতার করেন। সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাঙচুর মামলায় অজ্ঞাত আসামি দুর্গাপুর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরকারকে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, বিএনপি’র কার্যালয় ভাঙচুর মামলার অজ্ঞাত আসামি আব্দুর রাজ্জাক সরকারকে গ্রেফতার করা হয়েছে।