ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড

আলফাডাঙ্গায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুজার ভাতিজা খোকন হলেন কলেজ গভর্নিং বডির সভাপতি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীম সুজার ভাতিজা খোশবুর রহমান খোকনকে ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি করা হয়েছে।

১২ দিন আগে করা কমিটির সভাপতি পরিবর্তন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আপন ভাতিজা ও উচ্চ মাধ্যমিক পাস খোকনকে একটি ডিগ্রি কলেজের সভাপতি করায় গোটা আলফাডাঙ্গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোকন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি স্থানীয় প্রয়াত ইউসুফ শেখের পুত্র এবং স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। শুক্রবার খোকন আলফাডাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা করে কলেজ সভাপতি হওয়ার খবরও জানান দিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানুয়ালে (গভর্নিং বডি সংবিধি ২০১৯) সুস্পষ্টভাবে উল্লেখ আছে, সংসদ সদস্য ব্যতীত কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে প্রস্তাবিত ব্যক্তিগণের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক হতে হবে। বাধ্যতামূলকভাবে প্রস্তাবিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার কপিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণের নিয়ম রয়েছে।

সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রস্তাবিত তিন নামের মধ্যে এমবিবিএস চিকিৎসক,সাবেক অধ্যক্ষ ও এমবিএ ডিগ্রিধারীর মধ্যে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ১৯ সেপ্টেম্বর ডা. মাফরুহা রহমানকে সভাপতি মনোনয়ন দেয়। এরপর অজ্ঞাত কারণে গত ৩ অক্টোবর এই মনোনয়ন পরিবর্তন করে এইচএসসি পাস খোশবুর রহমান খোকনকে মনোনয়ন দেয়।

একাধিক সূত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে,খোশবুর রহমান সাদা কাগজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি জীবন বৃত্তান্তে নিজেকে বিএ পাস দাবিকৃত জমা দিলেও বাস্তবে তিনি সার্টিফিকেট জমা দেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার বলেন, স্নাতক পাস না হলে কোনভাবেই কলেজ গভর্নিং বডির সভাপতি হওয়ার সুযোগ নেই। আলফাডাঙ্গা আদর্শ কলেজের বিষয়টি আমরা খতিয়ে দেখবো। উপাচার্য মহোদয়ের দৃষ্টিতে আনবো।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা ও উচ্চ মাধ্যমিক পাস একজনকে কলেজ গভর্নিং বডির সভাপতি করা প্রসঙ্গে জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন বলেন,বিষয়টি দুঃখজনক। নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টির পুনঃমূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ করা হলে খোশবুর রহমান খোকন মোটর শোভাযাত্রার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি ডিগ্রি পাস কিনা এ বিষয়ে সদুত্তর দেননি।

শেয়ার করুনঃ