
নোয়াখালীর সোনাইমুড়ীতে বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সোনাপুর শাখা।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,চাল,ডাল,আলু,তৈল, পেঁয়াজ,মুড়ী,চিড়া,ও বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সোনাপুর শাখার আহবায়ক ও সোনাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মাওলানা নুরনবী,সোনাপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম মুর্তূজা,পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,সোনাপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ,জামাতের ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল খায়ের,৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা জহির উদ্দিন,৭ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ জামাল,৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো.হানিফ,সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন,মাওলানা ইব্রাহিম খলিল, ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক শাহ আলম,বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন,হামদু,তাফসীরসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।