
দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে বিরামপুর পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিরামপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর মকছেদ আলী, সেক্রেটারী আবু হানিফ সহ
বিরামপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।
এসময় বিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও পৌর শাখার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।