
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা একতা যুব সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় পাটাবুকা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাটাবুকা একতা যুব সংঘের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি।একতা যুব সংঘের সদস্য কাউসার আহমেদ জনির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল মন্ডল,আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি প্রিন্সিপাল নওশাদ আলী,উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা মন্ডল দুলাল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মারুফ হাসান রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিপন ও পাটাবুকা একতা যুব সংঘের সহ-সভাপতি মোঃ বাদল হোসেন প্রমুখ। শেষে অতিথিবৃন্দরা বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীবৃন্দরা।