
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সমাবেশে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন’র উপজেলা সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের উদ্ধত্বপূর্ন বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৩ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার জন্মলগ্ন থেকে দেশ ও জনগনের যৌক্তিক দাবী ও অধিকার আদায়ের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিল করতে এবং সস্তায় অতিদ্রুত জনপ্রিয়তা লাভ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ গত ২৯ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলা প্রশাসক খেলার মাঠে দলটির গণসামাবেশে সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা বাসস্ট্যান্ড, মটর সাইকেল স্ট্যান্ড ও পায়রা বন্দর থেকে ১৪ কোটি টাকা আদায়ের অভিযোগ করে বক্তব্যে প্রদান করেন। তিনি কলাপাড়া থানা ও প্রশাসনকে জড়িয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা কর্তৃক উপজেলা বিএনপির বিরুদ্ধে আনীত অভিযোগ’র সুনির্দিষ্ট তথ্য ও প্রমান আগামী ৭ (সাত) দিনের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরার উদাক্ত আহবান জানান। ব্যর্থ হলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। এছাড়া মুফতি হাবিবুর রহমান বিভিন্ন নিরীহ লোকজনের নিকট চেক জমা দিয়ে নগদ অর্থ আত্মাসৎ করেছেন। এব্যাপারে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপির সভাপতি।