
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
আলীকদম (৩১বীর) সেনা জোনের উদ্যোগে আলীকদম বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪ইং) সকালে আলীকদম (৩১বীর) সেনা জোনের আয়োজনে আলীকদম বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পরিচালনা করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সেনাবাহিনী, আলীকদম বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। পরিচ্ছন্নত অভিযানে সেনা জোন কমান্ডারের নির্দেশনায় সেনা সদস্যরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করাহয়।
পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসারে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, বাজার ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসম প্রধান অতিথির বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অপরিহার্য। সবাই মিলে একসাথে কাজ করলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে চারপাশের এলাকাকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা সম্ভব।এ সময় জোন কমান্ডারকে স্থানীয়রা জানান, এর আগেও জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরাই দোকানের ময়লাগুলি রাতে বাজারের রাস্তার ওপর ফেলে। এতে বাজারের অলিগলি প্রতিনিয়ত অপরিচ্ছন্ন থাকে। অভিযোগ শুনে জোন কমান্ডার প্রতিটি দোকানে ডাস্টবিন রাখার নির্দেশনা দেন।