
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বাবু শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, পৌর আমীর সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদশা মোহাম্মদ নাজ্জাসী প্রমুখ।
এসময় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, একাডেমি সুপারভাইজার আব্দুস সালামসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বাবু শিশির কুমার সরকার জানান, এবারে উপজেলার ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে বিরামপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে সম্মিলিতভাবে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। পাশাপাশি সকল ধর্মের মানুষজনকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনে ও একে অপরকে সহযোগিতা করতে অনুরোধ জানান তিনি।