
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে বৃহস্পতিবার আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কালীন সময়ে, দেশের দুর্যোগ ও আপদ কালীন সময়ে আনসার ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে দশদিন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ – ২০২৪ কোর্সে ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবার ) সকাল দশটায় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সদস্য সদস্যাদের আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।পুরুষ ৩২ জন এবং মহিলা ৩২ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ভাতা প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়।আনসার ভিডিপি এর উপজেলা প্রশিক্ষক মেজবা চৌধুরীর সঞ্চালনায় আমতলী উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃনজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার পাল, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরগুনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. সহিদুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরগুনা। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখে মো. তৌফিকুর ইসলামসহ অন্যান্যরা।