
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশর (প্রথম) হানাদার মুক্ত দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সকালে ভুরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে ভুরুঙ্গামারী উপজেলা বাংলাদেশের (প্রথম) হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা চত্বর হইতে আনন্দ র্যালী বাসস্ট্যান্ড স্মৃতি স্তম্ভ প্রদক্ষির্ণ ও স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ্যে স্মৃতি স্তম্ভে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরনবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস, কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মহিউদ্দিন সাবেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরকর্তা এবং শিক্ষাক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ডিআই/এসকে