ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যা:চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা সুশীল কুমার সরকার (৫৮) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত-ছালাম শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থি মো.তোফাজ্জেল শেখ তোফা (৩৮),একই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থি মো.লোকমান শেখ (৩৫), উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের মৃত-আব্দুল জব্বার শেখ ওরফে দোয়াত শেখের ছেলে মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) ও উপজেলার চর কাচরন্দ গ্রামের মো. কালাম মোল্লার ছেলে মো. জনি মোল্লা (৩৪)।

বুধবার রাতে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা সুশীলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন গত ২৩ সেপ্টেম্বর সুশীলের বড় ভাই সুনিল বাদী হয়ে গোয়ালন্দ থানায় হত্যামামলা দায়ের করেন। মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

শামীমা পারভীন বলেন,এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিবির একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্সের সহায়তায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী সদস্য মো. তোফাজ্জেল শেখ ওরফে তোফা (৩৮) এবং মো. লোকমান শেখকে (৩৫) কে ঠাকুরগাও থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট ভিকটিম সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুশীল হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ এবং মো.জনি মোল্লাকে (৩৪) গ্রেফতার করা হয়।

হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পুলিশ সুপার মোছা.শামীমা পারভীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ