
কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২রা অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উলিপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামাণিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান মুকুল, দরি কিশোর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী এরশাদ, দক্ষিণ সাদুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, গুনাই গাছ আরেফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলী, প্রধান শিক্ষক কাজী শামীম আরা, মাহমুদুল আলম রাজু সহ আরো অনেকে। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।