
কুড়িগ্রামে চোরাই মালামাল উদ্ধারসহ ৪ জন অভ্যাসগত চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন মাদারগঞ্জ গ্রামস্থ বাদি মো. আবু রায়হান ওরফে আওলাদ গত ( ৩ নভেম্বর ) মাদারগঞ্জ বাজারে তার ভাই ভাই নামীয় ওয়ার্কশপ রাত্রী অনুমান দশ ঘটিকার সময় বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন সকাল আনুমানিক আট ঘটিকার সময় তিনি ওয়ার্কশপে এসে দেখতে পায় তার ওয়ার্কশপে মালামাল চুরি হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কচাকাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাৎক্ষণিকভাবে কচাকাটা থানার একটি চৌকস টিম গোপন তথ্য সংগ্রহ ও অনুশন্ধান করে কচাকাটা থানা এলাকা থেকে চুরির সাথে জরিত মোহাম্মদ আরিফ হোসেন, মো. কাশেম আলী, শ্রী করিমন, মো. রাহিমুল দেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে চোরইকৃত মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ৪ জন আসামী কচাকাটা থানা এলাকার অভ্যাসগত চোর। তাদের চোরাই মালামালসহ গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে