
পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় আয়োজন করেন। বুধবার (২ অক্টোবর) ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুজ্জামান গাজী লাভলু, গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করে। মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোঃ আবু নাসের বলেন, প্রত্যাশিত পিরোজপুর বিনির্মাণে উপস্থিত সকলের সহযোগিতা চান।।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, দখলদার, চাঁদাবাজমুক্ত পিরোজপুর উপহার দেয়ার জন্য পুলিশ সুপারকে আহ্বান জানান। পুলিশ সুপার দলমত নির্বিশেষে যেকোনো সন্ত্রাসী ও অপরাধী গ্রেফতার হলে অন্যায় সুপারিশ বা তদবির না করার আহ্বান জানান। তিনি একটি সুন্দর পিরোজপুর উপহার দেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার আরও বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে প্রয়োজনে আমি এখান থেকে চলে যাব তবুও কোন অন্যায়ের সাথে আপোষ করবো না।