
এক দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্স ও মিডওয়াইফরা।এই কর্মসূচি পালনের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার মোছা:রানু খাতুন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে।তাদের এই দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বর্তমান অন্তবর্তী সরকারকে দেওয়া এক দফা দাবি পূরণ না হওয়ায় তিন দিনের আল্টিমেটাম শেষে রবিবারে কর্মসূচি ঘোষণা করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।