ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বাতিল হলো মিরসরাইয়ের করেরহাট মাদ্রাসা’র নিয়োগ পরীক্ষা

মিরসরাইয়ের করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল হয়েছে।

চলতি বছরের ১৯ এপ্রিল নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দেন একজন প্রার্থী। অভিযোগকারী নিরাপত্তা কর্মী পদের প্রার্থী ও উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলি নগর এলাকার ছলিম উল্যাহ’র পুত্র মো. ফারুক হোসেন।

লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, মিরসরাই উপজেলার করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে নিরাপত্তা কর্মীর পদে আবেদন করি এবং সেই প্রেক্ষিতে সূত্র-১ অনুসারে মাদ্রাসার ফরম্যাটে গত ১২/০৫/২০২৪ খ্রি: তারিখে মাদ্রাসা কমিটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চিঠি ইস্যু করে। তারই প্রেক্ষিতে ১৮মে তারিখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করি, তবে নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল করার পরও সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া আমার নিয়োগ আবেদন বাতিল হয়ে যায় এবং সেই স্থানে তড়িঘড়ি করে অন্যজনকে নিয়োগের ঘোষনা দেওয়া হয়। এমতাবস্থায় নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া স্থগিত করে লিখিত পরীক্ষার ফলাফল ও সার্বিক বিষয়ে যাচাই করে তদন্ত পূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে, পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করে পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

মাদরাসা’র অধ্যক্ষ শাহজাহান বলেন, নিয়োগ পরীক্ষা নিয়ে একজন প্রার্থী আপত্তি তুললে উপস্থিত সকল সদস্যদের বিস্তারিত আলোচনায় এবং নিয়োগ পরীক্ষা কমিটির মতামতের ভিত্তিতে উভয় পদে নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষা পুনরায় আয়োজনের লক্ষ্যে সভার সর্বসম্মতিক্রমে উভয় পদের অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিট গঠন করা হয়েছিলো। পরবর্তীতে তদন্তে নিয়োগ প্রক্রিয়ার কিছু ঘাটতি পাওয়া গেছে। সেজন্য নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতির জন্য আপাদত নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে।

শেয়ার করুনঃ