
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি জেলা প্রতিনিধি:
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ সেবায় অংশ নিন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি ইদগাও শাখার আওতাধীন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অবস্থিত হাজী এন্টারপ্রাইজ এর বাইশারী ইসলামী ব্যাংক এজেন্টের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার বিকালে ব্যাংকের নিজস্ব কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবদুল্লাহ। ব্যাংকের প্রোপাইটার শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি ইদগাও শাখা ব্যবস্থাপক মোঃ রিদুয়ানুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাক এর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ইলিয়াস সওদাগর, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ ছলিম, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন রুবেল, বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ প্রমূখ। এছাড়াও বাইশারী এজেন্টের সকল গ্রাহক গন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই ব্যাংকে আরো একধাপ এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আহবান জানান।