
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ খ্রি. জেলা পর্যায়ে উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শিক্ষা অফিস,পটুয়াখালী’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ ওবায়দুর রহমান’র উপস্থিততে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন,
পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোদাচ্ছের বিল্লাহ প্রমুখ। এসময় পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নানা স্তরের কর্মকর্তা- কর্মচারী, কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: উক্ত সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরির পুরস্কার একটি ক্রেস্ট এসভার প্রধান অতিথি জেলা প্রশাসক এর হাত থেকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ’র প্রতিষ্ঠান প্রধান হিসেবে উক্ত কলেজের অধ্যক্ষ গ্রহণ করেন।