
জেলা নদী রক্ষা কমিটির সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসময় সভাপতিত্ব করেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।
এসভায় এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি,
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন ও পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন সহ জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা, নদী রক্ষা কমিটির সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দরা।