ময়মনসিংহের নান্দাইল উপজেলা ডায়াবেটিক সমিতি
(নাডাস) এর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ নভেম্বর) নান্দাইল ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, নান্দাইল ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক এড. হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত, প্রভাষক মাহদিউল আলম সারোয়ার সোহাগ, অত্র সমিতির কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা সহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।