নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া লুণ্ঠিত অর্থসহ ছিনতাই কাজে ব্যবহৃত বিদেশী অস্ত্র ও গাড়িও উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ছিনতাইয়ের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত বিষয়ে টিএমপি মিডিয়া সেন্টারে আজ বুধবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
এর আগে গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এ ডাকাতির ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।
ডিআই/এসকে