
জামালপুরের মেলান্দহ থানায় নবাগত পুলিশ সুপারের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা অক্টোবর) দুপুর ২ টায় মেলান্দহ থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এ জেলায় নৈরাজ্য সৃষ্টি কারীর কোন স্থান নেই।অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও জুয়া প্রতিরোধে পুলিশ অভিযান অব্যাহত রাখবে। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।কাউকে অন্যায় করতে দেখলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহব্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস,মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল ,উপজেলা জামায়াত আমীর মুজিবুর রহমান আজাদী, ইত্তেফাকুল ওলামার জামালপুর জেলা সভাপতি মুফতি শামছুদ্দিন,মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার ,মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুঞ্জুরুল কবীর মুঞ্জু,সাংবাদিক রহুল আমীন রাজু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মশিউর রহমান।