
“মর্যাদাপূর্ন বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্হা শক্তিশালী করণ” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৪ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ পটুয়াখালী’র আয়োজনে ১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে,উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।এসভায় এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)যাদব সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিলা রানী দাস,উপ-পরিচালক,জেলা সমাজ সেবা কার্যালয়,পটুয়াখালী ।
উক্ত সভায় এসময় পটুয়াখালীর বোতল বুনিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান ও পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (পটুয়াখালী সদর সার্কেল) সাজিদুল ইসলাম। এছাড়াও এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ ও প্রবীণ হিতৈষী সংঘ’র মোকলেচুর রহমান। এদিকে এ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে উক্ত আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় এসময় এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জিএম( উপ পরিচালক) মোঃ আবদুর রশিদ খান সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রবীণ হিতৈষী সংঘ’র সদস্যরা ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।