
প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪(১৩- অক্টোবর -৩ নভেম্বর)ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর,পটুয়াখালী’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক,পটুয়াখালী। এসময় এ সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন মোঃ কামরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী। এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনা বাহিনীর মেজর ফয়সাল, দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহামুদ, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী,পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয় ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ। এসময় পটুয়াখালী পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (নি.বে.) মু. মাহফুজুর রহমান,
পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাশন,পুলিশ প্রশাসন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির সদস্য বৃন্দ, জেলা মৎস্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দরা ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।