
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অনেক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে কাদেরুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসাটি ১০নং জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম জাহাজমারা কাটাখালী গ্ৰামে অবস্থিত,মাদ্রাসাটি।২০২১সালে হাফেজ মুহাম্মদ রিয়াজ উদ্দিন তার নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা মাদ্রাসার আর্থিক অর্থায়ন নিয়ে বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদ্রাসা অবকাঠামো নির্মাণের জন্য বেশ সহযোগিতা করে আসছে, আমি এলাকাবাসীর নিকটে কৃতজ্ঞ। দ্বীনি প্রতিষ্ঠানটি ৪০জন মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত। এবং বর্তমানে ৪০জন ছাত্র রয়েছে। এছাড়াও ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্ররা হাফেজ হয়ে বের হয়ে বর্তমানে বাংলাদেশের বড় বড় মাদ্রাসায় পড়াশোনা করছে।
১অক্টোবর মঙ্গলবার সকালে কাদেরুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ রিয়াজ উদ্দিন এইসব কথা বলেন, এসময় অনুষ্ঠানে হাফেজ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা হাতিয়ার জনপ্রিয় হাফেজ ও ক্বারী মোঃ নাজিম উদ্দিন, উপজেলার আহমদুল্লাহ ট্রাষ্টের প্রধান হাফেজ মোঃ আতাউল্লাহ নূরী, সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম জিহাদসহ আলেম সমাজ।