
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের এক দফা দাবি ( নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স) আদায়ে পটুয়াখালীতে ৩ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।জানা গেছে, ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা কেন্দ্রীয় ঘোষিত তিন কার্যদিবসের এ কর্মবিরতি কর্মসূচী ২য় দিনেও পালন করেন।তাদের উক্ত কর্মবিরতি কর্মসূচি পালন কালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নার্সিং সংস্কার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আহবায়ক ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাঃ আয়শা বেগম, সহ সমন্বয়ক মাহমুদা সুলতানা শিউলী, লাইলুন নাহার, নাসিমা বেগম, মোসাঃ জেসমিন আক্তার, নাজমুন নাহার, ফাতিমা শরীফ ও ব্রাদার কাওসার মাহমুদ প্রমুখ।বক্তারা তাদের বক্তব্য এসময় বলেন, অবিলম্ভে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরন, নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও সেবার মানোন্নয়নের জোর দাবি জানান। এছাড়াও এসময় বক্তরা এ দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।