
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরে মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা বাজার এলাকা থেকে ইয়াবা সেবন ও বিক্রির অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুমন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানাযায়, উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের দূর্বাডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য (ইয়াবা) সেবনরত অবস্থায় ২জনকে ও একজন বিক্রেতাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাৎক্ষণিক সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। দূর্বাডাঙ্গা এলাকার হায়দার গাজীর ছেলে জাকির গাজী (৩২), হাবিবুর রহমানের ছেলে খলিলুর রহমান (৩৮) কে ইয়াবা সেবনের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে তাঁদের ৫শত টাকা করে ১ হাজার টাকা অর্থণ্ড- দেওয়া হয়। সেই সাথে আলতাফ হোসেনের ছেলে মোবাশ্বর হোসেন কে মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেমসহ একটি দল উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম বলেন, দুই মাদক সেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫শত টাকা করে ১ হাজার টাকা অর্থদণ্ড ও একজন মাদক বিক্রেতাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সাথে জব্দকৃত মাদকদ্রব্য (ইয়াবা) বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।