মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে বিভিন্ন শ্লোগান ব্যানার, ফেষ্টুন সহকারে এলাকার পুরুষ ও নারীরা এ কর্মসূচি পালন করেছে।মঙ্গলবার দিন ১লা অক্টোবর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপস্থিত হয়ে ব্যানার সম্বলিত বিক্ষোভ মিছিল করে নারী ও পুরুষ। এ সময় বিক্ষোভ মিছিলে ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, করনাকালীন সময় স্বেচ্ছাসেবকদের ন্যায্য পাওনা ও অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবী করে ঝাড়ু মিছিল করে ভুক্তভোগীরা আলোচনায় বলেন, যতক্ষন পর্যন্ত এ কর্মকর্তা পদত্যাগ না করবেন, তাদের লাগাতার কর্মসূচী অব্যাহত থাকবে। পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এ সময় বক্তব্য রাখেন মোঃ শাহা আলম শেখ, মোঃ মশিউর রহমান, মোঃ মনিরুজ্জামান শিল্পী, মোঃ সেলিম হোসেন খান, মোঃ রুহুল আমিন, আছাদুজ্জামান প্রিন্স, শিব্বির আহমেদ, সাকিব হোসেন, মঞ্জু আক্তার, ঝর্না রানী ও রেশমা বেগম সহ বিভিন্ন পেশাজীবি মানুষ।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় বলেন, তিনি ৩ দিনের প্রশিক্ষণে রয়েছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত করে লোকজন দিয়ে অপপ্রচার করানো হচ্ছে।