ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

পটুয়াখালীতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র – পেশাজীবী পরিষদের কর্মবিরতি

মোঃ কামরুজ্জামান হেলাল পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লামা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/ সমমানের পদে কর্মরতদের১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নীচ তলায় ১অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ দাবীতে উক্ত কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ’র এ কর্মসূচি এদিন শুরু হয়ে আগামী ৩ অক্টোবর ২০২৪ খ্রি.দিন পর্যন্ত সারাদেশর ন্যায় চলবে। চাকুরীক্ষেত্রে সার্ভেয়ার, সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচীর প্রথমদিনের এ কর্মসূচীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন (এলএ) শাখার সার্ভেয়া মো. আরিফুল হক খোকন, ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. সাদ্দাম হোসেন, সার্ভেয়ার মোসারেফ হোসেন, সার্ভেয়ার মো.নজরুল ইসলাম, সার্ভেয়ার বিশ্বজিৎ,সার্ভেয়ার আসাদুর রহমান, সার্ভেয়ার মরিয়ম, সার্ভেয়ার খাইরুল হাসান, সার্ভেয়ার( বেপজা) মো. রফিকুল ইসলাম, সার্ভেয়ার ( সড়ক) মো.নাজমুল হুদা ও মোঃ রুবেল হোসেন ( বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) প্রমুখ।এছাড়াও এসময় উক্ত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কানুনগো মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ কানুনগো কল্যান সমিতির সাধারণ সম্পাদক ( বরিশাল বিভাগ)। উক্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ছাত্র – পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ, পটুয়াখালী জেলা সমন্বয়ক ও এ কার্যালয়ের ভূমি অধিগ্রহণ(এলএ) শাখার সার্ভেয়ার মোঃ আরিফুল হক খোকন তার বক্তব্য রেখে সাংবাদিকদের জানান,
দীর্ঘ আন্দোলন শেষে ২০১৮ সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদ সমূহকে ২য় শ্রেনীর মর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করনের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ ম গ্রেডে উন্নীত করার জন্য অর্ন্তবর্তীকালিন সরকারের কাছে আমরা জোরদাবী জানাচ্ছি।এছাড়াও এসময় তিনি সাংবাদিকদের জানান এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ারি করেন বক্তারা। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ছাত্র – পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উক্ত পরিষদের নানা স্তরের নেতৃবৃন্দ ও জেলা পরিষদ, বেপজা,সড়ক ও জনপথ, এলজিইডি সহ সকল বিভাগের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ