
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে কতৃপক্ষের সকল দ্বার, খূলে দেবে তথ্য অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক যৌথ প্রকল্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার উপজেলা বটমূল চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির বক্তব্যে সকল নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে বলে উল্লেখ করেন এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
মানব কল্যান পরিষদ এমকেপির ফাইন্যান্স ডিরেক্টর নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, ক্যাথরিণ আজম, মানব কল্যাণ পরিষদ (এমকেপি) প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন খাঁন, এমকেপির এরিয়া কো-অর্ডিনেটর বিজলী রানী রায়, উপজেলা সিএসও উদয় ঘোষ উপস্থিত ছিলেন। এ সময বক্তারা সচেতনতা সভা জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
অনুষ্ঠানটিতে বোদা সদর ইউনিয়ন সহ সাকোয়া, মাড়েয়া, পাঁচপীর ও বড়শশী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সচেতনতা সভা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনীর আয়োজন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।