
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ দোকানদারকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা (ভারপ্রাপ্ত) ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১টি চাউলে দোকান অপরটি মুরগির দোকানকে কৃষি বিপণন আইন ২০১৮এর ১৯ (ক) ও (ঙ) ধারা মোতাবেক সর্বমোট ৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে চাউলে দোকান মিজানুর রহমানকে ৫ হাজার ও মুরগির দোকানদার জহির আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।