
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে থানা পুলিশ কল্যান সভার আয়োজন করে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী থানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন,সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস,জেলা ডিএসবি ডি আই ও ওয়ান জিয়া মোঃ মোস্তাফিজুর রহমান,থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুব্রত রেজা।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার হোসেন,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন,সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া,উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পতিত বন্ধু দেবনাথ,কালিবাড়ী দেবালয়ের সভাপতি সঞ্চয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা,বজরা ইউপি সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান,পৌরসভা যুবদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ,পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল ভূঁইয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন পাটোয়ারী সহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ।
ডিআই/এসকে