
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন আকাশ মনি গাছের বল্লি জব্দ করেছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রেজুআমতলী কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ বিওপি’র জোয়ানরা সীমান্ত ৩৯ পিলারের পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কচুবুনিয়া ড্রাগন বাগান নামক স্থান থেকে ৯০ পিস কাঠের বল্লি অবৈধভাবে কক্সবাজার নিয়ে যাওয়ার সময়ে জব্দ করতে সক্ষম হন বিজিবি। জব্দকৃত আকাশ মণি গাছের বল্লি রেজু বিট নাইক্ষ্যংছড়ি রেঞ্জ লামা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।