ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

ভূরুঙ্গামারীতে মহানবী সা: কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

আসাদুজ্জামান , ভূরুঙ্গামারী থেকে,

সম্প্রতি ভারতীয় পুরোহিত মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তিতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবশে ও বিক্ষোভ মিছিল করছেে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজলোর তৌহিদি মুসলিম জনতা। সােমবার (৩০ সেপ্টেম্বর ) বাদ জোহর এ কর্মসূচি পালন করনে তারা। এসময় জনতা উপজলোর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যোহর একত্রিত হয়ে মিছিল বের করে প্রধান সড়ক হয়ে বাসস্ট্যান্ড থেকে ফিরে জামতলা মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থতিত জনতা দ্বীন ইসলাম,আমার নেতা- তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, মোদির দালালেরা-হুঁশিয়ার সাবধান, বিশ্ব মুসলিম এক হও-লড়াই করো, বিশ্ব নবীর অপমান-সইবে নারে মুসলমান, আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো,নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, বিশ্ব নবীর দুশমনরা-হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তারা বলনে, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছিলেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরােধ করে কুটনৌতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না। উক্ত সমাবশেে বক্তব্য দেন ভূরুঙ্গামারী সরকারি কলজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আজিজুর রহমান স্বপন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী শাখার সভাপতি ও ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ- ভূরুঙ্গামারী উপজলো সভাপতি মাওলানা মুফতী ওমর ফারুক ফারুকী, মাওলানা আশফাকুর রহমান জাওহারী-আন্ধারীঝাড়, মুফতী মাহমুদুল হাসান কাসেমী-ভূরুঙ্গামারী। বক্তারা বলেন, বিশ্বের ইতিহাসে দুইটা বর্বর জাতি রয়ছে, ইসরাইল আর ভারত। ইসরাইল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদের গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছে। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করছেে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা মুসলমান-সহ কোনো সভ্য জাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যুগে যুগে যারা রাসুলের নামে মিথ্যাচার করেছিলো পরবর্তীতে তাদের অস্তিত্ত্ব খুজে পাওয়া যায়নি বরং রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ছে।

শেয়ার করুনঃ