
ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অপহরন, ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
এই সংক্রান্তে আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয় গুলো তুলে ধরেন পুলিশ সুপার মোঃ শাহজাহান।
জানা যায় দেশের বিভিন্ন মহাসড়ক থেকে বিভিন্ন ব্যক্তিদের অপহরন করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেবার একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফরিদপুরের ভাংগা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহ আলম আকন ওরফে কালু ও মোঃ আবুল কালাম আজাদ।
তাদের দুইজনের বাড়ী বরগুনা জেলায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরনকৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ওতপেতে থাকা অপহরনকারী একটি চক্র বিভিন্ন ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরনকারীদের মারপিট করে টাকা হাতিয়ে নিয়ে যায়। এছাড়া অপহরন হওয়া ব্যক্তির পরিবারের কাছ থেকেও টাকা দাবি করেন এ চক্রটি। এমন অভিযোগের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এ চক্রের বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার