
লক্ষ্মীপুরে গত ভয়াবহ আগষ্টে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে আওয়ামী দোসর খুনী সালাউদ্দিন টিপু বাহিনী সহ দেশের সকল খুনীদেরকে আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে একদফা দাবী ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দ।
৩০ সেপ্টেম্বর ( সোমবার) সকাল সারে দশটায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময়ে জাতীয় নাগরিক কমিটির উপস্থিত বক্তারা বলেন, গত আগষ্টের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে লক্ষ্মীপুরে শহীদ সাব্বির, শহীদ আফনান, শহীদ ওসমান সহ আমাদের চারজন ছাত্রকে আওয়ামী দোসর খুনি সালাউদ্দিন টিপু বাহিনী ও মৃত আবু তাহের বাহিনী নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে । দেশ স্বাধীন হয়েছে আজ অনেকদিন পার হলেও কেন সেই টিপু বাহিনীকে এখনো গ্রেফতার করা হয়নি? প্রশাসন কেন গ্রেফতার করছে না খুনিদেরকে? এখনো আতঙ্কে কাটছে শহীদ পরিবারদের জীবন। প্রশাসন কি করছে যে এখনও খুনীরা শহীদ পরিবারদেরকে মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছে? লক্ষ্মীপুরে আফনান সহ চারজন ও সারাদেশে আবু সাঈদ সহ প্রায় ১৬০০ জনকে হত্যা করেছে এই আওয়ামী দোসর খুনিরা। আগামী সাত দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী করছি তাদের। যদি আগামী সাত দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে দেশের সকল ডিসি অফিস ও এসপি অফিস সহ সকল প্রশাসনিক অফিসগুলো ঘেরাও করা হবে । আমাদের শহীদ পরিবারদের চোখের কান্না আমরা আর সহ্য করতে পারছি না। লক্ষ্মীপুরের ডিসি এসপি সহ সকল প্রশাসন ভাইকে বলছি, কোথায় লুকিয়ে আছে খুনীরা আপনারা তাদেরকে আগামী সাত দিনের মধ্যে খুঁজে গ্রেফতার করুন না হয় ছাত্রজনতা আগষ্টে আমাদেরকে শিখিয়েছে কীভাবে আপনাদেরকে টেনে চেয়ার থেকে নামাতে হয়। সাত দিনের মধ্যে গ্রেফতার করা না হলে আপনাদের অফিস ঘেরাও করে চেয়ার ঘুরিয়ে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, আহমদ ইসমাইল বন্ধন (প্রধান সমন্বয়ক লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক কমিটি), এম এ আরিফ (সাবেক ছাত্রনেতা ও পিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), যিনি গত ৪ আগষ্ট লক্ষ্মীপুরে টিপুর বাসার সামনে গুলিবিদ্ধ হন, মেহেদী হাসান আয়ান সহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ৷