
পটুয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশন (DFA) এর সভাপতি আ, ন, ম আমিনুল হক মামুন সহ DFA এর সকল কর্মকর্তাবৃন্দদের অবিলম্বে পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী ডিসি অফিসের সামনে সোনালী অতীত ক্লাবের সদস্য বৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় বৃন্দদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এ্যাডভোকেট এনামুল হক রাসেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বকতিয়ার উদ্দিন মুরাদ, সোনালী অতীত ক্লাবের সভাপতি শেখ মেহেদী মাসুদ, কারাতে প্রশিক্ষক রিয়াজ আহমেদ কবির, খেলোয়াড় আবুল হোসেন হাওলাদার, পটুয়াখালী আম্পায়ার এসোসিয়েশন এর সদস্য মুবিন মোস্তফি সুমন, খেলোয়াড় মোতাহার হাওলাদার ও জুয়েল মৃধা প্রমুখ। এসময় উক্ত মানববন্ধনে সোনালী অতীত ক্লাবের সদস্য বৃন্দ ও শত শত খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন।