
জাতীয় কন্যা শিশু দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পটুয়াখালী’র আয়োজনে সার্কিট হাউস’র সামনে থেকে এ দিবস পালনে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,জেলা প্রশাসক, পটুয়াখালী।এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (পটুয়াখালী সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম, এছাড়াও সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, পটুয়াখালী’র ডে কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এর সঞ্চালনায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিরিন সুলতানা, উপপরিচালক (ভারপ্রাপ্ত) মহিলা বিষয়ক অধিদপ্তর,পটুয়াখালী। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন আক্তার,পটুয়াখালী বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা ফেরদৌস রাপ্তি ও শ্রেয়া বিশ্বাস।
জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় এসময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, নানা স্কুলের শিক্ষকার্থী,সাংবাদিক ও পটুয়াখালী মহিলা বিষয়ক অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।