
পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি’র নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় যৌথবাহিনীর অভিযানে ০৩ জন শীর্ষ সন্ত্রাসী, চিহ্নিত মাদক পাচারকারী ও গরু চোরাকারবারী’কে আটক করা হয়। শনিবার ও রবিবার (২৮ ও ২৯) সেপ্টেম্বর রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এবং পঞ্চগড় সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার ভিতরগড় ও ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে শনিবার (২৮-সেপ্টেম্বর) ভিতরগড় বিওপি এলাকা হতে ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও, রবিবার (২৯- সেপ্টেম্বর) ভিতরগড় ও ঘাগড়া বিওপি দ্বায়িত্ব পূর্ণ এলাকা হতে ০২ জন চিহ্নিত চোরাকারবারী ও মাদক পাচারকারীকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক করা হয়। আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ২৮ সেপ্টেম্বর আটক হওয়া ০১ জন হচ্ছে পঞ্চগড় সদর থানার পাইকানীপাড়া গ্রামের মোঃ ঈমান আলীর ছেলে মাদক পাচারকারী মোঃ আল আমিন (২৬) এবং ২৯ সেপ্টেম্বর আটক হয় সদর থানার আবালুপাড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মাদক পাচারকারী ও চোরাচালানের লিডার মোঃ জুলফিকার হোসেন জুয়েল (৩০) ও অন্যজন একই থানার অধীন বাঙ্গালপাড়া গ্রামের মোঃ মজির উদ্দিনের ছেলে মাদক পাচারকারী ও গরু চোরাকারবারী মোঃ আলম মিয়া (২৮)। উল্লেখ্য, সকলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদক পাচার, গরু চোরাচালানসহ সীমান্তে সংঘটিত বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৬-বিজিবি এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার, গরু চোরাচালানসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা বজায় রয়েছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ৫৬ বিজিবি বদ্ধপরিকর রয়েছে।