
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের তিন বিন্দু রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ অবৈধভাবে প্রবেশের সময় কক্সবাজারে ৩৪ বিজিবির অধিনস্থ বাইশফাঁড়ি বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক আটক করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি’ উপজেলারর ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি’র
সীমান্ত পিলার-৩৬ এর উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে মধ্যমপাড়া এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এর সময় মিয়ানমারের ৩ সনাতনী ধর্মের হিন্দু নাগরিককে আটক করতে সক্ষম হন।
এর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে ওই ৩ মিয়ানমারের হিন্দু নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি’র হেফাজতে রাখা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়,তবে এই রিপোর্ট লিখা পযর্ন্ত পুশব্যাক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন,
রুমা দাস (২৫ ) স্বামী রূপন দাস,রিকা দাস (৭), পিতা,রুপম দাস ,শিবা দাস (৫), পিতাঃ রূপম দাস ,তাদের গ্ৰাম মিয়ানমারের বলিবাজার,
থানা মেদাইক, জেলা মংডু।
ধারণা করা হচ্ছে,মিয়ানমার অভ্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির চলমান তিব্র সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে নিরাপদ আশ্রয়ের জন্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তারা।